হোম অন্যান্যসারাদেশ নড়াইল সদর উপজেলার নবনির্বাচিত ইউপি জন প্রতিনিধিরা শপথ নিলেন

নড়াইল অফিস :

নড়াইল সদর উপজেলায় ১৩টির মধ্যে ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ইউপি সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান এবং ইউপি সদস্যদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম শপথবাক্য পাঠ করান।

শপথবাক্য পাঠ করানোর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা পরিষদ চেয়ারম্যান মো.সোহরাব হোসেন বিশ্বাস,জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দীন খান নিলু,নড়াইল পৌর মেয়র মেয়র আনজুমানআরা,মুক্তিযোদ্ধা এস,এ মতিন,মুক্তিযোদ্ধা বাকি বিল্লাহ,সমাজসেবক গোলাম মোর্তজা স্বপন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,জিপি অচীন চক্রবর্তী,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা,চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.আজিজুর রহমান প্রমুখ।

বক্তারা নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিদের সঙ্গে এলাকার সমর্থকরা শিল্পকলা একাডেমি চত্বরে জড়ো হতে শুরু করেন। একাডেমি চত্বর লোকে লোকারণ্য হয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন