নড়াইল অফিস :
নড়াইলে জেলা প্রশাসন ও উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।
এ উপলক্ষে ৬ জুন রোববার বেলা ১টার উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হারিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ মেলায় ৬টি স্টল করা হয়েছে যা ১০ জুন পর্যন্ত জনসাধারণের সেবা প্রদান করা হবে।