হোম আন্তর্জাতিক নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের দুই সংস্থা

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের দুই সংস্থা

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ ও আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) চলতি বছরের (২০২৪) নোবেল শান্তি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।

পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর (পিআরআইও) পরিচালক হেনরিক উরডাল বুধবার (৭ ফেব্রুয়ারি) এ তালিকা ঘোষণা করেছেন। খবর নিউ আরব।

উরডাল ২০১৭ সাল থেকে পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘোষিত নোবেল শান্তি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ইউএনআরডব্লিউএ ও এর প্রধান ফিলিপ লাজারিনি রয়েছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে আইসিজে।

উরডাল বলেছেন, ‘আজকের সবচেয়ে ধ্বংসাত্মক মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মানবিক সহায়তার জন্য তালিকায় রয়েছে ইউএনআরডব্লিউএ।’ শেষ পর্যন্ত এবারের নোবেল শান্তি পুরস্কার সংস্থাটির ঝুলিতেই যাবে এমনটাই মনে করা হচ্ছে।

মানবিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আইসিআরসি, এমএসএফ, ডব্লিউএফপি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অধিকারকর্মী ডেনিস মুকওয়েগেসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে রায় প্রদান করে সম্প্রতি আলোচনার কেন্দ্রে চলে আসে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে।

ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার প্রেক্ষিতে গাজায় হত্যা ও ধ্বংস বন্ধের জন্য ইসরাইলি কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আদালত।

উরডাল আরও বলেন, বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত মেরুকরণ ঘটছে। এমন অবস্থায় ইউএনআরডব্লিউএকে পুরস্কার দেয়া হলে মানবিক সহায়তা রক্ষা ও সমর্থন করার প্রয়োজনীয়তার দিকেও গুরুত্বপূর্ণ মনোযোগ আনবে।

তবে নোবেল শান্তি পুরস্কারের অনানুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ইউএনআরডব্লিউএ। গত সপ্তাহেই প্রথম ইউএনআরডব্লিউএ-কে মনোনীত করার ঘোষণা আসে।

নরওয়ের আইনপ্রণেতা আসমুন্ড অক্রাস্ট শান্তি পুরস্কারের জন্য সংগঠনটিকে মনোনীত করেন। এরপরই সংক্ষিপ্ত তালিকার ঘোষণা এলো।

ইউএনআরডব্লিউএ-এর একজন মুখপাত্র দ্য নিউ আরবকে বলেছেন, ‘আমরা গাজা ও অঞ্চলে ইউএনআরডব্লিউএ এবং সামনে থেকে কাজ করা এর কর্মীদের কাজের স্বীকৃতি দেয়ায় এটিকে স্বাগত জানাই।’

গাজায় ইসরাইলের আগ্রাসনের মধ্যে উপত্যকার সংকটাপন্ন বাসিন্দাদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউএনআরডব্লিউএ। ত্রাণ সহায়তার কর্মকাণ্ড চালাতে গিয়ে গাজায় সংস্থাটির শতাধিক কর্মী নিহত হয়েছে। সম্প্রতি জাতিসংঘের এই ত্রাণ সংস্থার কর্মীদের বিরুদ্ধে হামাসের সঙ্গে হামলায় জড়িত থাকার অভিযোগ তুলেছে ইসরাইল।

অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না দিতে না পারলেও সংস্থাটিকে নতুন করে তহবিল প্রদান সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে প্রধান প্রধান দাতা দেশগুলো। যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, স্কটল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও জাপান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন