হোম আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া মিয়ানমার জান্তা

নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া মিয়ানমার জান্তা

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাজ্য রাখাইনসহ আশপাশের এলাকার নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছে জান্তা বাহিনী। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলছে তীব্র লড়াই।

সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের পাশাপাশি অঞ্চলটির সাধারণ মানুষও নেমেছে লড়াইয়ে। তাদের হাতে ভারী অস্ত্র, মর্টারশেল ও রকেট লঞ্চার। তীব্র লড়াইয়ের কারণে প্রাণে বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ।

রাখাইনসহ আশপাশের বিভিন্ন রাজ্যে বেদখল হয়ে যাওয়া সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জান্তা বাহিনী। চলছে দুপক্ষের তীব্র লড়াই। স্থল অভিযানের পাশাপাশি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা।

বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে গত তিনদিনে জান্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের বিভিন্ন সংবাদমাধ্যম। বিমান থেকে এলোপাতাড়ি ছোড়া হচ্ছে গুলি। এতে বাড়ছে বেসামরিক নাগরিকের প্রাণহানি।

তীব্র সংঘাতের কারণে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে বন্ধ করে দেয়া হয়েছে অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান চলাচল।

এদিকে চলমান সংঘাতের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে পাঠাতে যাচ্ছে জান্তা সরকার। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ইরাবতির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করেছে। এর মাধ্যমে অবসরে চলে যাওয়া প্রবীণ সেনা সদস্যদের আবারও যুদ্ধের ফ্রন্টলাইনে ফেরত পাঠানোর ক্ষমতা পেয়েছে সরকার।

জান্তা প্রধান মিন অং হ্লাইং গত মঙ্গলবার বলেছেন, তিনি এ পদক্ষেপ নিচ্ছেন, কারণ অনেক প্রবীণ সেনা তাকে এটি করতে বলেছিল। তিনি আরও বলেন, তারা (অবসরপ্রাপ্ত সেনারা) দেশের প্রতিরক্ষার স্বার্থে আবারও দায়িত্বে ফিরতে চান।

জেনারেল মিন অং হ্লাইং বলেন, অবসরে যাওয়া সব প্রবীণ সৈনিককে সক্রিয় দায়িত্বে ফিরিয়ে নেয়া হবে না। যারা যোগ্য এবং উপযুক্ত, তাদেরই যুদ্ধের ময়দানে ফেরত পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন