স্পোর্টস ডেস্ক:
ক্রাইস্টচার্চে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা এবার পেয়েছে দুঃসংবাদ। স্লো ওভার-রেটের জন্য দলটির কাটা হয়েছে ৩ পয়েন্ট। যার ফলে কিউইরা টেবিলের চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমেছে। তাতে আগামী বছর ফাইনালে তাদের যাওয়ার সম্ভাবনায় এখন প্রবল অনিশ্চিত অবস্থায় পড়েছে।
জয় পাওয়া ইংল্যান্ডেরও কাটা গেছে ৩ পয়েন্ট। দুই দলের সকল খেলোয়াড়ের উপর ধার্য হয়েছে ম্যাচ ফির উপর শতকরা ১৫ শতাংশ জরিমানা। নির্দিষ্ট সময়ের চেয়ে উভয় দলই ৩ ওভার পিছিয়ে ছিল। দুই দলের অধিনায়ক টম ল্যাথাম এবং বেন স্টোকস অভিযোগ মেনে নেন। পরে ম্যাচ রেফারি ডেভিড বুন শাস্তি আরোপ করেন।
১২ ম্যাচে ৬ জয়ে নিউজিল্যান্ডের ঝুলিতে এখন ৬৯ পয়েন্ট। ব্ল্যাক ক্যাপসদের শতকরা পয়েন্ট ৪৭.৯২ শতাংশ। সিরিজের বাকি দুই ম্যাচ জিতে তারা সেটিকে ৫৫.৩৬ শতাংশ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। ভারতের মাটিতে টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জেতার পর ক্রাইস্টচার্চে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে কিউইরা পায় হারের স্বাদ। এটি তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বাস্তবসম্মত সুযোগ আপাতত নষ্ট করেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ফাইনালের লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া ইংলিশরা ৪২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ২০ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে তারা ১০২ পয়েন্ট পেয়েছে।
টেবিলের শীর্ষে থাকা ভারতের শতকরা পয়েন্ট ৬১.১১ শতাংশ। ১৫ খেলায় ৯ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১১০। দ্বিতীয় স্থানটি দক্ষিণ আফ্রিকার দখলে। প্রোটিয়ারা ৯ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ৬৪ পয়েন্টসহ শতকরা ৫৯.২৬ শতাংশ পয়েন্টে রয়েছে।
তিন নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়া ১৩ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ঝুলিতে ভরেছে ৯০ পয়েন্ট। অজিদের শতকরা পয়েন্ট ৫৭.৬৯ শতাংশ। শ্রীলংকা ১০ ম্যাচে ৫ জয়ে ৬০ পয়েন্টসহ শতকরা ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে
আছে ৪ নম্বরে।
পাকিস্তান রয়েছে সাত নম্বরে। ১০ খেলায় ৪ জয় ও ৬ পরাজয়ে তাদের পয়েন্ট ৪০। দলটির শতকরা পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আট নম্বরে। ১০ খেলায় ২ জয় ও ২ ড্রয়ে দলটি ৩২ পয়েন্ট পেয়েছে। ক্যাবিরীয়দের পকেটে শতকরা ২৬.৬৭ পয়েন্ট।
টেবিলের তলানিতে থাকা বাংলাদেশ ১১ খেলায় ৩ জয়ে পেয়েছে ৩৩ পয়েন্ট। নাজমুল হোসেন শান্তর দলের শতকরা পয়েন্ট ২৫ শতাংশ। চলতি জ্যামাইকা টেস্টে টাইগাররা জিতলে টেবিলের তলানি থেকে উঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করতে পারবে।