হোম অর্থ ও বাণিজ্য নরসিংদী বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠান স্থাপনে ব্যবসায়ীদের অনাগ্রহ

বাণিজ্য ডেস্ক :

প্রতিষ্ঠার ৩৫ বছরেও অনুকূল পরিবেশ না থাকায় নরসিংদী বিসিক শিল্পনগরীতে প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ নেই ব্যবসায়ীদের। অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা, সীমানা প্রাচীর না থাকাসহ নানা সমস্যায় জর্জরিত শিল্পনগরী। তবে বিসিক কর্মকর্তার আশা, চলমান উন্নয়ন কাজ শেষ হলে পরিবেশ ফিরে আসবে।

১৯৮৬ সালে নরসিংদীর শিবপুরের কারারচরে প্রায় ১৬ একর জায়গা জুড়ে গড়ে উঠে বিসিক শিল্পনগরী। তবে এতদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই শিল্পনগরীতে। রাস্তার বেহাল দশা, সীমানা প্রাচীর না থাকা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তাহীনতাসহ নানা কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ৯৫টি ব্লকে সব কারখানার জন্য বরাদ্দ থাকলেও চালু আছে মাত্র ২৪টি।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ লোকজন বা বহিরাগতরা আসে। এরা এসে আমাদের বিরক্ত করত। এখানে রিকশা গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। এখানে ভেতরে ড্রাইভিং শিখানো হয়। আশেপাশের মানুষ এখানে গরুর ঘাস খাওয়ায়। এখানে চেকিং সিস্টেম দিলে ভালো হয়। দুটো গেট যদি থাকে, তাহলে বহিরাগতরা আসবে না।

আরেকজন উদ্যোক্তা জানান, কাজ শেষ হয়ে গেলে বিসিকের যেসব কারখানা এখন চলমান রয়েছে, এগুলোও সুস্থ একটি পরিবেশ পাবে। আর যে বন্ধ কারখানা আছে, এগুলোতে তো বাইরের বিনিয়োগকারীরা এসে বিনিয়োগ করবে। তাদের জন্যও একটি ভালো পরিবেশ সৃষ্টি হবে।

তবে শিল্পনগরীর চলমান উন্নয়ন কাজ শেষ হলে শিগগিরই কাজের পরিবেশ ফিরে আসবে বলে দাবি বিসিক কর্মকর্তার। নরসিংদীর বিসিক শিল্পনগরী কর্মকর্তা মনির হোসেন বলেছেন, বেশিদিন লাগবে না। আমাদের সব আশা করি প্লট চালু হয়ে যাবে। আমরা আধুনিকায়নে বেশি গুরুত্ব দিচ্ছি।

এ অবস্থায় একই উপজেলার সৈয়দ নগরে ৩০ একর জমিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক সুবিধা সমৃদ্ধ নরসিংদী বিসিক শিল্পনগরী-২। সেখানে ১৬৮টি প্লটের বিপরীতে ১৫০টি নতুন কারখানা স্থাপনের সুযোগ থাকবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন