হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র বের হয়। এতে বাংলার ঐতিহ্য গরুরগাড়ি, পালকি, বেলুন, ফেস্টুন নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধিজন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবাইদুল্লাহ, উপজেলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তোজা আনোয়ারুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রকৌশলী শোভন সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ নজরুল ইসলাম, উত্তরণের উপজেলা ব্যাবস্থাপক শফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরে বনবিবির বটতলায় বাংলা সাংস্কৃতির সংগীত, কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরন এবং ঐতিহ্যবাহী সাপের খেলা প্রর্দশন করা হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন