আন্তর্জাতিক ডেস্ক :
আফ্রিকার দেশ নাইজেরিয়াতে জেট ফুয়েলের দাম আকাশ ছুঁয়েছে। বাড়তি দামে জ্বালানি কিনে তা দিয়ে উড়োজাহাজ চালানো অলাভজনক হয়ে ওঠায়, অভ্যন্তরীণ রুটের সব বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নাইজেরিয়ান এয়ারলাইনস।
স্থানীয় সময় সোমবার (৯ মে) দেশজুড়ে নাইজেরিয়ান এয়ারলাইন্সের সব রুটের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে সংস্থাটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তারা আরও জানায়, গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার ও এ জেরে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞার প্রভাবে জেট ফুয়েলে দাম অনেক বেড়ে গেছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে ১৯০ নাইরা বা ৪৫ সেন্টে প্রতি লিটার জেট ফুয়েল পাওয়া যেত। বর্তমানে সেটির দাম উঠেছে লিটার প্রতি ৭০০ নাইরা বা ১ ডলার ৭০ সেন্ট।
এর আগে ২০১৬ সালে জ্বালানি সংকট ও উচ্চ ঋণের কারণে দেশটির কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধে বাধ্য হয় এয়ারলাইন্সগুলো। তবে দেশটির সরকার এই খাতে বরাবরই আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। দেশটি আমদানি করা পেট্রলে ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশটিকে চরম মূল্য দিতে হচ্ছে। এমনকি দেশটিতে বিক্ষোভও দেখা দিয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।