হোম অন্যান্যসারাদেশ তালায় যথাযোগ্য মর্যদায় শহীদ দিবস পালন 
নিজস্ব প্রতিনিধিঃ
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রয়ারি আমি কি ভূলিতে পারি,,,,,,,।  ১৯৫২সালের  এই দিনে  রাষ্ট্র ভাষা  বাংলা রক্ষার্থে সালাম, বরকত, রফিক,  জব্বার,  শফিউর, রাজ্জাক সহ অনেকে শহীদ হন। ভাষা শহীদের এই আত্মত্যাগের কারনে বাঙালিজাতি আজও তাদের শ্রদ্ধা ভরে স্মরন করে।তারই ধারাবাহিকতায় তালায় যথাযোগ্য মর্যদায়  মহান শহীদ দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম  প্রহরে অর্থাৎ  রবিবার (২১ফেব্রুয়ারি) রাত ১২টা ১মিনিটে   ভাষা শহীদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১  আসনের সংসদ সদস্য এ্যাড . মুস্তফা লুৎফুল্লাহ। আরও উপস্থিত ছিলেন   তালা উপজেলা  চেয়ারম্যান ঘােষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ তারিফ – উল – হাসান পুষ্পমাল্য অর্পণ করেন ।
এর পর একে একে  উপজেলা আওয়ামীলীগ , বাংলাদেশ পুলিশ , বাংলাদেশ ওয়ার্কাস পার্টি , মুক্তিযােদ্ধা সংসদ , তালা নাগরিক পরিষদ , বাংলাদেশ জাতীয়তা বাদী দল ( বিএনপি ), জাতীয় পার্টি , অফিসার্স ক্লাব , হাসপাতাল , যুবলীগ , ছাত্রলীগ , ছাত্র সমাজ , মুক্তিযােদ্ধা মহাবিদ্যালয় , মহিলা কলেজ , শালিকা কলেজ , তালা প্রেস ক্লাব , রিপাের্টার্স ক্লাব , সদর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক ও সাংস্কৃতি সংগঠন এসময় পুষ্পস্তবক  অর্পণ করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ তারিফ – উল – হাসান’র সভাপতিত্বে ও সাংবাদিক মীর জাকির হােসেন’র সঞ্চালনায় সংসদ  এ্যাড . মুস্তফা লুৎফুল্লাহ্ নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার শুভ উদ্ভোধন ঘােষনা করেন ।
 অনুষ্ঠানে  বক্তব্য রাখেন , মুক্তিযােদ্ধা সংসদের কমাণ্ডার আলাউদ্দীন জোয়াদ্দার , তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল  উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘােষ সনৎ কুমার।
এসময় সেখানে উপস্থিত ছিলেন , মুক্তিযােদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম , মুক্তিযােদ্ধা মইনুল ইসলাম , উপাধ্যক্ষ মহিবুল্লাহ মােড়ল , ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান , মুর্শিদা পারভীন পাপড়ি , মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন নাহার , ডাঃ রাজিব সরদার ,  উপজেলা প্রকল্প কর্মকর্তা ওবায়দুল হক , সদর ইউপি  চেয়ারম্যান সরদার জাকির হােসেন , রফিকুল ইসলাম প্রমুখ ।
উপজেলার কেন্দ্রীয়  শহীদ মিনারে পুষ্পস্তবক  অর্পণ এরপর  নিরাবতা পালন ও শপত বাক্য পাঠ শেষে  প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে।  সকালে বর্ণাঢ্য রালি ও আলোচনার মধ্যদিয়ে  সমাপ্তি ঘটে। এছাড়া   উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন  কবিতা আবৃতি  ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভাষা শহীদের স্মরনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে  আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন