বাণিজ্য ডেস্ক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, টাকা-রুপিতে বাণিজ্য শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন যুগে প্রবেশ করল। এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি মাইলফলক।
মঙ্গলবার (১১ জুলাই) একটি প্রাইভেট ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অনেক প্রতিবন্ধকতা থাকলেও ব্যবসায়ীরাই পারেন বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।
তিনি বলেন, বাংলাদেশের লক্ষ্য ২০৪০ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ হওয়া। অন্যদিকে একই দশকে উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে ভারত। ভারত ও বাংলাদেশের মূল সমস্যা দারিদ্রতা। এই সমস্যা নিরসনে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, মার্কিন ডলারের বদলে রুপিতে বাণিজ্য দুদেশের জন্য একটি ‘গেইমচেঞ্জার’। এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি বাজার ভারত। এক্ষেত্রে ডলারের বদলে রুপি চালু হওয়ায় দুই দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার খুলে গেল বলে জানান তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১১ জুলাই) থেকে ভারত-বাংলাদেশের মধ্যে চালু হয়েছে টাকা-রুপি বাণিজ্য। শুরুতে মার্কিন ডলারের বদলে রুপিতে বাণিজ্য করবে বাংলাদেশ। এটি আপতত একটি পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করবে।
পরবর্তীতে রুপির পাশাপাশি দুই দেশের বাণিজ্যে টাকা ব্যবহার করাও শুরু হবে বলে জানিয়েছে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।