হোম খুলনাযশোর জোরদার দিয়ে কেশবপুরে সপ্তাহব্যাপী মধু মেলা ২০২৫ এর প্রস্তুতি চলছে 

জোরদার দিয়ে কেশবপুরে সপ্তাহব্যাপী মধু মেলা ২০২৫ এর প্রস্তুতি চলছে 

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুরে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধু মেলা-২০২৫- এর প্রস্তুতি জোরেসোরে চলছে। সাগরদাঁড়িতে ঐতিহ্যবাহী মধু মেলাকে প্রাণবন্ত করতে মধুমেলার মাঠে যাত্রা প্যান্ডেলের দাবি জানিয়েছেন মধুভক্তরা ও মধুমেলার ইজারাদার আকরাম হোসেন। ইতোমধ্যে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সটিটিউটের মাঠে বিভিন্ন প্যান্ডেল তৈরির কাজ এগিয়ে চলেছে।
কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে ও দেশের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী মধুমেলা শুরু হবে আগামী ২৪ জানুয়ারি।
এবারের মধুমেলায় বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে প্রতিদিন থাকবে মধুমঞ্চে দেশ বরেণ্য লেখক ও কবি সাহিত্যকদের উপস্থিতিতে আলোচনা, বিভিন্ন প্রদর্শণী যার মধ্যে সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, শিশু বিনোদন এবং কুটির শিল্প প্রদর্শনী উল্লেখযোগ্য। ইতিমধ্যে সপ্তাহ ব্যপী মধুমেলা সুন্দরভাবে উদযাপনের জন্য মেলা মাঠের ইজারাদার আকরাম হোসেনের কর্মব্যস্ততা বেড়ে গেছে।মঙ্গলবার সকালে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত আম্রকানন। মধুমঞ্চের ও মেলার মাঠ পরিদর্শনকালে দেখাগেছে, মেলার মাঠ ইজারাদার ও সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন তার সহযোগীদের সাথে নিয়ে মেলার মাঠ ও বিভিন্ন প্যান্ডেল তৈরির কাজে খুব ব্যস্ত সময় পার করছেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন,  সাগরদাঁড়ির মধুমেলা আমাদের উপজেলাবাসীর গর্বের । এবারের মধুমেলা অতিতের সকল প্রকার অশ্লীলতা পরিহার করে সুন্দরভাবে মেলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সার্বক্ষণিক পরামর্শে ও দিক নির্দেশনায় মধুমেলাকে সুন্দর ও স্বার্থক করতে সবকিছু করা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্যে মধুমেলা অনুষ্ঠিত হবে। এবিষয়ে তিনি এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।
নদ পাড়ে ছিলো কবির স্মৃতি প্রায় আড়াই’শ বছরের কাঠ বাদাম গাছ। এবার মধুমেলা দর্শনার্থীরা সেটি আর দেখতে পাবেন না। গতবছর ১৫ সেপ্টেম্বর-২৪ রোববার প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ায় বয়োবৃদ্ধ ওই কাঠ বাদাম গাছটি নদ পাড়ের সড়কের উপর উপড়ে পড়েছিল। প্রতিবছর সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলায় আসা পর্যটকরা ওই গাছটির পাশে দাঁড়িয়ে ছবি তোলাসহ মহাকবিকে স্মরণ করতেন। কালের সাক্ষী হয়ে কবির স্মৃতি ধারণ করে আসছিল ওই বুড়ো কাঠবাদাম গাছটি। কবি বাড়ি দর্শণ শেষে একবারের জন্য হলেও দর্শণার্থীরা কাঠ বাদাম গাছ তলায় বসতেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন