হোম রাজনীতি জোটের সঙ্গে আসন ভাগাভাগি মনোনয়ন প্রত্যাহারের আগেই: আব্দুর রহমান

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের নৌকার প্রার্থী আব্দুর রহমান বলেছেন, জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনও ফয়সালা হয় নাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের আগেই জোটভুক্ত দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দফারফা হবে।

বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের আচরণবিধি নিয়ে আয়োজিত অবহিতকরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জোটের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আব্দুর রহমান আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক আদর্শিক যে সমস্ত জোটভুক্ত শরীকরা আছে, যারা আন্দোলনে সংগ্রামে, নির্বাচনে, সরকারে আমাদের সঙ্গে ছিল বা আছে নিশ্চয় আমাদের সঙ্গে তাদের আসন ভাগাভাগি হবে।’

স্বতন্ত্র প্রার্থী নিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু অবাধ হবে বলে দলের মধ্যে থেকে স্বতন্ত্র প্রার্থীকে কেউ উসকানি দেয়া বা উৎসাহিত করা এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতিশীল জায়গার একটা সাংঘর্ষিক বিষয়। সুতরাং এই জায়গা তো কোন অবস্থাতেই রাজনৈতিক ভাবে আমরা ডিফেন্ড করবো না। বরং আমরা নৌকার পক্ষেই ভোট চাইবো। আমি একজন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসেবে এটাই আমার চাওয়া।

এসমময় সাংবাদিকরা দলের সাধারণ সম্পাদকের বক্তব্যের রেফারেন্স দিলে এই আওয়ামী লীগ নেতা বলেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছে, সেটার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। তবে আমি মনে করি কোন অবস্থাতেই আমার দলের মনোনীত প্রার্থী কোনো ধরনের নির্বাচনী চ্যালেঞ্জের মুখে পড়ে এরকম কোনো কাজ নিশ্চয়ই দলের কেউ করবে না, করা উচিতও হবে না।

তিনি বলেন, আমাদের নেত্রী দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিয়েছেন, তাদেরকে জেতানোর জন্য আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করে যাবো।

ফরিদপুরের চার আসনে নৌকার প্রার্থীদের বিজয়ের ব্যাপারে আব্দুর রহমান বলেন, ‘আমি আশাবাদী, আমি একজন নৌকার রাজনৈতিক কর্মী। অবশ্যই চারটি আসনে নৌকার প্রার্থীরা বিজয়ী হবে বলে আশা করি। তবে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা স্বতন্ত্র প্রার্থী না হলে ভালো হতো। এটা আমাদের জন্য দুঃখজনক।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে জেলার চার আসনের বিভিন্ন প্রার্থী/প্রার্থীদের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন