হোম অন্যান্যসারাদেশ জেলে বসেই পরিকল্পনা, বেরিয়ে র‌্যাব পরিচয়ে তিন মাসে ৩০ ডাকাতি!

অনলাইন ডেস্ক:

রাজধানীর মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে গেল দুমাসে র‌্যাব পরিচয়ে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদপুরে ফিল্মি স্টাইলে র‌্যাব পরিচয়ে অপহরণ ও ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে বাকি চক্রগুলোকেও আইনের আওতায় আনতে অভিযান চলমান আছে।

রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড। ডাচ্-বাংলা ব্যাংক থেকে টাকা তুলে পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মোহাম্মদ ইস্রাফিল। ১৭ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে একটি প্রাইভেটকার থেকে র‍্যাবের জ্যাকেট পরা দুজন নেমে ইস্রাফিলের ব্যাগে কী জানতে চায়। একপর্যায়ে মারধর ও জোর করে প্রাইভেটকারে তুলে নেয়া হয়। গুলি করে হত্যার হুমকি দিয়ে ইস্রাফিলের ব্যাগে থাকা ৫ লাখ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

এর আগে দুপুর ১২টা ৫১ মিনিটে ব্যাংকের সামনে থামতে দেখা যায় প্রাইভেটকারটি। একজন ব্যাগ কাঁধে ব্যাংকের ভেতরে ঢোকে। আরও দুজন গাড়ি থেকে নেমে পায়চারি করতে থাকে।

এ ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ গ্রেফতার করে র‌্যাবের ভুয়া পরিচয় দিয়ে অপহরণ ও ছিনতাইকারী চক্রটির পাঁচ সদস্যকে।

সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনের আইএফআইসি ব্যাংকের ভেতর থেকে এক যুববকে টেনেহিঁচড়ে বের করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেন পুলিশের দুই সদস্য।

কালিয়াকৈরের সাহেববাজারে ১০ আগস্ট বিকেল ৪টার দিকে ১০ লাখ টাকা নিয়ে দোকানে যাওয়ার পথে র‍্যাবের পোশাক পরা চারজন গাড়ি থেকে নেমে মাদক মামলা রয়েছে জানিয়ে এক ব্যক্তিকে জোর করে গাড়িতে তোলে। মারধর করে তার ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়া।

২২ আগস্ট দুপুর ১টা ৫০ মিনিটে টাঙ্গাইলের মির্জাপুরে র‍্যাব পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় ১৯ লাখ টাকা। এর আগে ৪ সেপ্টেম্বর কেরানীগঞ্জের জৈনপুরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব পরিচয়ে ছিনিয়ে নেয়া হয় ৩৪ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা।

হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ার ঘটনা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক জানান, গ্রেফতার ব্যক্তিদের ভাষ্যমতে, তিন মাসে তারা ২৫ থেকে ৩০টি ঘটনা ঘটিয়েছে। পুলিশ অপরাধীদের ধরছে, কিন্তু জামিন পাওয়ার পর তারা আবারও অপরাধে জড়িয়ে পড়ছে।

ফলে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় জামিনে আছেন এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহ করছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন