বাণিজ্য ডেস্ক:
সব জটিলতা কাটিয়ে এক বছর পর ভারত থেকে হিলি স্থলবন্দরে আমদানি করা হলো কয়লা। গত শনিবার (৪ নভেম্বর) বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে ২৫ মেট্রিক টন কয়লা বন্দরে ঢোকে।
জানা গেছে, এ কয়লা আমদানি করেছেন দিনাজপুরের ফুলবাড়ীর গুপ্ত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। ভারতের রানীগঞ্জ থেকে এসেছে এ কয়লা।
আমদানিকারক রাজু গুপ্তা জানান, এ সময় দেশের ইটভাটায় কয়লার চাহিদা থাকায় এ বছর প্রথমবারের মতো কয়লা আমদানি করা হয়েছে। অন্যান্য দেশের কয়লা থেকে ভারতীয় কয়লার গুণগত মান অনেক ভালো এবং চাহিদাও বেশি। প্রতি মেট্রিক টন কয়লা ১২০ মার্কিন ডলারে অ্যাসেসমেন্ট করেছে কাস্টমস।
কেন এতদিন পর কয়লা আমদানি হচ্ছে – এ বিষয়ে ভারতের কয়লা রফতানিকারক মোয়াজুদ্দিন আহমেদ খোকন জানান, হিলি স্থলবন্দর দিয়ে এক সময় পর্যাপ্ত কয়লা রফতানি হতো। তবে ২০১৪ সালে কয়লা রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের কোল্ড ইন্ডিয়া। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ২০২২ সালে ২৭ ডিসেম্বর আবারো কয়লা আমদানি শুরু হয়। এরপর আবারও জটিলতা সৃষ্টি হলে কয়লা রফতানি বন্ধ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে কয়লা রফতানিতে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ায় বছরের প্রথম একটি ট্রাকে ২৫ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়।