স্পোর্টস ডেস্ক:
বয়সটা ৬০ এর ওপরে। দেখে বোঝার উপায় নেই। উচ্চতায় মনে হয় বিল্ডিংয়ের ছাদ ছুঁয়ে ফেলবেন! বাস্তবে সেটি না হলেও স্যার কার্টলি অ্যামব্রোসের পাশে দাঁড়ালে এর চেয়ে কম মনে হয় না। বাংলাদেশিদের উচ্চতা সাধারণত ৬ ফুটের নিচে থাকে। সেখানে ৬ ফুট ৭ ইঞ্চির বেশি উচ্চতা নিয়ে একজন পাশে দাঁড়ালে যে কোনো বাঙালির গলা শুকানোর মতো অবস্থা হবে।
ছাদ দেখার জন্য যেভাবে তাকাতে হয়, অ্যামব্রোসের দিকেও অনেকটা সেভাবে তাকাতে হবে। যদিও এর থেকে আরও লম্বা ক্রিকেটার রয়েছেন। কিন্তু সেখানে এই ক্যারিবিয়ান কিংবদন্তি বিশেষ। চর্মচোখে তার দেহের উচ্চতা দেখা গেলেও তার ক্যারিয়ারের উচ্চতা সেটি দিয়ে পরিমাপ করা সম্ভব না। ক্রিকেটকে যা দিয়েছেন অ্যামব্রোস তা পরিমাপযোগ্য না। বিপিএলে ধারাভাষ্য দিতে তিনি এসেছেন বাংলাদেশে। গতকাল সিলেটে দাঁড়িয়ে কথা বলেছেন। বিপিএল, লিটন দাস, নাহিদ রানাসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে, দিয়েছেন সেগুলোর জবাব।
ফর্ম না থাকলেও এই ধরনের ক্রিকেটারকে দলের সঙ্গে রাখতে হয়। অন্তত কার্টলি অ্যামব্রোসের অভিজ্ঞতা এমনই বলছে। লিটন যখন-তখন জ্বলে উঠতে পারেন, যেভাবে বিপিএলের ম্যাচে জ্বলেছেন। সেজন্য ভুগতে থাকা লিটনকে দলে রাখাটা অসুবিধার হিসেবে দেখছেন না তিনি। অ্যামব্রোস বলেন, ‘আমি জানি সে (লিটন) দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কি না, কারণ সে দারুণ ফর্মে আছে। ক্লাস প্লেয়ার। আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে। তবে নির্বাচকরা তাদের কাজ করছে।’
কিংবদন্তি এই পেসারের চোখেও পড়েছেন নাহিদ রানা। গেল উইন্ডিজ সিরিজের সময়ে সামনাসামনি দেখেছেন রানাকে। গতকালও তরুণ পেসারকে স্মরণ করেছেন অ্যামব্রোস। রানা এখন গড়ে উঠছে, এই মুহূর্তে বেশি ম্যাচ খেলে হিতে বিপরীত যেন না হয় সেদিকেও দৃষ্টি রাখতে বলেছেন সাবেক এই পেসার।