কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:
কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান স.ম মোরশেদ আলী শপথ গ্রহন করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোরশেদ আলীকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ”লীগ নেতা আজিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম এ কালাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, সাবেক বিআরডিবি চেয়ারম্যান আ: গফুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাংবাদিক সরদার জিল্লুর রহমানসহ কর্মী-সমার্থকবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স.ম মোরশেদ আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
