বাণিজ্য ডেস্ক:
কোরবানির পশুকে সাজানোর জন্য ব্যবহার করা হয় ঘাঘর, ঘণ্টাসহ নানা সরঞ্জাম। আর গরু সাজানোর সরঞ্জাম ঘাঘর হাটে ঘুরে ঘুরে বিক্রি করে দিনে ৭০০ টাকা আয় করেন পটুয়াখালীর জেলার আউলিয়াপুর ইউনিয়নের হাবিব হাওলাদার।
বুধবার (২৮ জুন) বরগুনার আমতলী উপজেলার গরুর হাটে ঘুরে দেখা যায়, হাটে ঘুরে ঘুরে ঘাঘর বিক্রি করছেন হাবিব।
তিনি বলেন, বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন বাজারে হাটের দিনে মাদুলি বিক্রি করি। তবে কোরবানির সময় পশুর হাটে ঘুরে ঘুরে ঘাঘর বিক্রি করি। এ থেকে উপার্জিত টাকায় সংসার চলে।
হাবিব আরও বলেন, কোরবানির মৌসুমে গরু সাজসজ্জার জন্য ঘাঘরের বেশ চাহিদা রয়েছে। দিনে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার ঘাঘর বিক্রি হয়। প্রতিটি ঘাঘর বিক্রি হয় ১২০ থেকে ১৩০ টাকায়। এ থেকে প্রতিদিন ৭০০ টাকার ওপরে লাভ হয়।
কোরবানির সময় নানা রং-ঢংয়ে কোরবানির গরু সাজাতে দেখা যায়। এজন্য বিভিন্ন ধরনের সাজসজ্জার সরঞ্জাম ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম ঘাঘর।