হোম অন্যান্যসারাদেশ খুলনার বটিয়াঘাটায় অসহায় কৃষকের পাকাধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ

খুলনার বটিয়াঘাটায় অসহায় কৃষকের পাকাধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ

কর্তৃক
০ মন্তব্য 117 ভিউজ

খুলনা অফিস :
খুলনার বটিয়াঘাটায় অসহায় কৃষকের পাকাধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃকর্মীরা।মহামারী করোনা ভাইরাসের কারনে কষ্টে আবাদ করা সোনার ফসল ধান কাটতে না পারায় কেটে কয়েকটি গ্রামের ১৫জন কৃষকের প্রয় ২০বিঘা জমির ধান কেটে বাঢ়ীতে পৌছে দিয়েছে বটিয়াঘাটা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। বৃহষ্পতিবার স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ খবর পান উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গ্রামের কৃষ্ণপদ রায়ের চাষ করা পাকা ধান কাটতে পারছেন না। এমন সংবাদ জানতে পেরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্যোগী হয়ে তার পাকা ধান কেটে দেয়। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, খুলনা জেলা ছাত্রলীগনেতা শশাংক রায়, অর্জূন সরকার বলাই, সহ-সম্পাদক শেখ ইব্রাহিম, সহ-সম্পাদক শফিকুজ্জামান বুলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রামকৃষ্ণ রায়,শেখ আমিনুল ইসলাম গোপাল রায,নাজমুল শেখ, শেখ মোহাম্মদ চান,মোহাম্মদ রাসেল সরদার, মাহবুর রহমান মাহবুব, উজ্জ্বল রায়,আনন্দ সরকার, লাবন্য রায়, শেখ মোঃ রুবেল, সোহাগ শেখ প্রমুখ।কৃষকরা তাদের ধান কাটতে সহযোগীতা করায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই উপজেলার গঙ্গারামপুর গ্রামের কৃষ্ণ পদের প্রায় ১বিঘা, সুরখালীর মো: অছিকুল সরদারের ১ বিঘা, জলমার দিলীপ রায়ের ১ বিঘা ও তরুন মল্লিকের প্রায় ১ বিঘা, আমিরপুরের মোঃ উহাব আকুঞ্জির প্রায় ১ বিঘা, বালিয়াডাঙ্গা-ভান্ডারকোট এলাকার মনিরুল ইসলামের ১বিঘা, এবং ভান্ডারকোট এলাকার মোঃ হাচান মিয়ার ১বিঘাসহ উপজেলার বিভিন্ন গ্রামের ১৫জন কৃষকের ২০বিঘা জমির ধান কেটে দিয়েছে। েউপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান জানান, দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের কৃষকের মাঠের ফসল ঘরে তুলতে সহায়তার জন্য নেতাকর্মীদের যে আহবান জানিয়েছেন তার অংশ হিসেবে তারা কৃষকের ধান কেটে দিয়েছেন। উপজেলায় আরও যদি কোন অসহায় কৃষক সমস্যায় পড়ে জমির ধান কাটতে পারছেন না এমন খবর পেলে তাদেরও ধান কেটে দেবে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ। যতদিন প্রয়োজন ততদিন তারা মাঠের ধান কাটতে কৃষকের পাশে থাকবেন বলেও জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন