খুলনা অফিস :
খুলনায় করোনা উপসর্গ নিয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই খুলনা মহানগরীর বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন
আবুল হোসেন (৭০) আজ সন্ধ্যা ৭টা ২০মিনিটে মারা গেছে। সে খুলনা মহানগরীর খালিশপুর হাউজিং এস্টেট কলোনী এলাকার মৃত হাশেম শেখের ছেলে।
অন্যদিকে, রবিবার ভোর রাতে করোনা উপসর্গ নিয়ে
মনোয়ারা বেগম( ৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে মহানগরীর বাগমারা এলাকার বাসিন্দা। উভয়ে করোনা আক্রান্ত কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।