আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (২০ জানুয়ারি) এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির রাষ্ট্র ক্ষমতায় বসলেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পরেই ট্রাম্প ইসরায়েলি জিম্মির মুক্তির বিষয়ে কথা বলেছেন। এ ছাড়া বাইডেন আমলে পশ্চিম তীরে যেসব ডানপন্থী ইসরায়েলি সেটেলার গোষ্ঠী ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা বাতিল করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারিতে বাইডেন আমলে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বাতিল করেছেন ট্রাম্প।
এ ছাড়া গাজায় যুদ্ধবিরতি যুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। যুদ্ধবিরতি যুক্তির সকল ধাপ বাস্তবায়ন হবে কিনা- তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প।
ট্রাম্প গাজাকে ব্যাপক ধ্বংসাত্মক সাইট হিসেবে উল্লেখ করেছেন। সেইসঙ্গে গাজা বিভিন্নভাবে পুনর্গঠন করতে হবে জানান ট্রাম্প। এ ছাড়া ইসরায়েলের ঘোর সমর্থক হিসেবে পরিচিত মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন।
এর আগে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিসেবে প্রথম ভাষণে বলেছেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।
এর কিছুক্ষণ পরই তিনি যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। স্থগিতাদেশে সই করার পর ট্রাম্প জনতার উদ্দেশে সেটি তুলে ধরে দেখান।
এর আগে ক্ষমতা ছাড়ার আগে শেষমুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন। নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছেন, ওই আদেশও বাতিল হবে।