স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরের সাগরদাঁড়িতে মঙ্গলবার বিকেলে রেলপথ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সাগরদাঁড়ি চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত ওই মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন।
সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে বক্তৃতা করেন, শিক্ষক আব্দুল হামিদ, প্রভাষক মনতোষ দাস, আলোকচিত্রী মুফতি তাহেরুজ্জামান তাছু, শিক্ষার্থী ইমরান হোসেন, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী ওজিয়ার রহমান, উজ্জল দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, নাভারন হতে সাতক্ষীরা পর্যন্ত ৪৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। যার কার্যক্রম অতি দ্রুত শুরু হবে। যে পথে ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর, নাভারন হয়ে রেল সাতক্ষীরা যাবে। বসুন্দিয়া হতে নাভারনের দূরত্ব ৪৪ কিলোমিটার। আবার নাভারন হতে সাতক্ষীরা ৪৮ কিলোমিটার। বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু যদি এই রেলপথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মণিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরায় নির্মাণ করা যায়, তবে বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার।
বক্তারা আরও বলেন, প্রস্তাবিত সাতক্ষীরাগামী রেলপথটি যদি মনিরামপুর-কেশবপুর-সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা নির্মিত হয়, তাহলে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি পর্যটনে এগিয়ে যাবে এবং পর্যটকদের ভ্রমণ সুবিধা বাড়বে। অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের জন্য রেলপথ সকলের প্রাণের দাবি।