কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলার ২শ ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে নেই কোন শহীদ মিনার। প্রতিবার ভাষার মাস এলেই কর্তৃপক্ষের টনক নড়লেও কার্যকরি কোন পদক্ষেপের অভাবে বাস্তবায়ন হয় না। ভাষার মাস গেলেই যথা পুর্বং তথা পরং অবস্থা।
উপজেলার ২শত ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহিদদের প্রতি সম্মান জানাতে নির্মিত হয়নি কোন শহীদ মিনার। মাত্র ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। এর মধ্যে আবার অনেক শহিদ মিনার জরাজীর্ন যা দ্রুত সংস্কার প্রয়োজন। অথচ সরকারিভাবে প্রতিবছর শিক্ষাপ্রতিষ্ঠানে একুশে ফেব্রয়ারি পালনের নির্দেশনা দেওয়া হয়, এবং জাতি শ্রদ্ধাভরে স্মরণ করেন এ ভাষা শহীদদের।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে সরকারি প্রাইমারি স্কুলের সংখ্যা ১শ ৫৮টির মধ্যে মাত্র ১৪টি প্রাইমারি স্কুলে শহিদমিনার আছে বলে অফিসসূত্রে জানা গেছে । এগুলো হলো মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালি, গোপসেনা, ভান্ডারখোলা, বসুন্তিয়া,হাড়িয়াগোপ, জিয়েলতলা, পাথরঘাটা, শানতলা ও ডুঙ্গাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ১৪টি প্রতিষ্ঠানে শহিদ মিনার আছে।
উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক স্কুল আছে ৭২টি এর মধ্যে শহিদ মিনার আছে ৩৮ টিতে, ৫২টি মাদ্রাসায় কোন প্রতিষ্ঠানে শহিদ মিনার নেই,১২টি কলেজের মধ্যে ৭টিতে শহিদ মিনার আছে।
এই ব্যাপারে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহিদমিনার নেই সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শহিদ মিনার নির্মাণ করতে বলা হয়েছে।