হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে গৃহহীন পরিবারকে ভ‚মি ও গৃহ প্রদান কার্যক্রমের উপর ইউএনও সাথে সাংবাদিকদের ব্রিফিং

স্টাফ রির্পোটার, কেশবপুর (যশোর):

বৃহ¯পতিবার বিকেলে কেশবপুরে গৃহহীন পরিবারকে ভ‚মি ও গৃহ প্রদান কার্যক্রমের উপর উপজেলা নির্বাহী অফিসার প্রেস বিফ্রিং করেছেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভ‚মি ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে ওই প্রেস বিফ্রিং করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের তত্ত¡াবধানে ও ভ‚মি মন্ত্রণালয়ের সহযোগীতায় আশ্রায়ণ-২ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কেশবপুর উপজেলায় ১০৫টি পরিবারের জন্য ১০৫টি ঘর বরাদ্দ পাওয়া গেছে।

এর মধ্যে উপজেলার মজিদপুর ইউনিয়নের শ্রীফলা ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরীতে ১২টি ঘর নির্মাণের কাজ স¤পন্ন শেষে ১২টি পরিবারের মধ্যে হস্তান্তর করা হয়েছে। প্রতিটা পরিবারের ঘর নিমার্ণের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে,সাংবাদিক নূরুল ইসলাম খান, আশরাফুজ্জামান, কামরুজ্জামান রাজু , এম এ রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন