খেলাধূলা ডেস্ক :
বল হাতে এক পা দুই পা করে এগিয়ে আসছেন, রান-আপ বা বল ডেলিভারির অ্যাকশন কিংবা চুলের স্টাইল দেখলে যে কেউ কয়েক মুহূর্তের জন্য ধাঁধায় পড়ে যেতে পারেন–শোয়েব আখতার কোথা থেকে এলেন আবার! কিন্তু পাকিস্তানের স্পিড মাস্টার শোয়েব আখতার বাইশ গজ ছেড়েছেন তো প্রায় এক যুগ হলো। তাহলে শোয়েবের মতো দেখতে কে এ ক্রিকেটার?
সম্প্রতি ওমানে অনুষ্ঠিত ডি-২০ ক্রিকেটে এমন প্রশ্নই ছিল সবার। কারণ, এ টুর্নামেন্টেই শোয়েব আখতারের মতো একই অ্যাকশনে বল করা এক ক্রিকেটারকে আবিষ্কার করেছে আর চোখ কপালে তুলেছে বিশ্ব।
দেশটির ডি-২০-তে ডারসাইট টাইটানসের বিপক্ষে অ্যাজাইবা একাদশের হয়ে খেলেছিলেন ইমরান মোহাম্মদ। সেখানেই শোয়েব আখতারের অ্যাকশনে বল করে সবাইকে চমকে দেন তরুণ এ বোলার।
এরই মধ্যে তার বোলিং স্টাইলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া দুই মিনিটের ভিডিওতে নিজেদের সেই পুরোনো শোয়েব আখতারকেই যেন খুঁজে পেয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের’ ভক্তরা।
নতুন শোয়েব আখতারের বোলিং দেখে ধারাভাষ্যকারের ভাষ্য–কে আছে বাজি ধরবে যে, এ বোলার শোয়েব আখতার ভিন্ন অন্য কেউ। একই রকম বোলিং অ্যাকশন, হেয়ার স্টাইল–সবকিছুতেই তো মিল।
তবে এক জায়গায় শোয়েব আখতারের চেয়ে এগিয়ে ইমরান মোহাম্মদ। শোয়েব শুধু বল ঘোরাতে পারলেও ব্যাট ও বল দুটিতেই সিদ্ধহস্ত ইমরান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ১৮ ম্যাচে ২২ উইকেটের পাশাপাশি ৪৪৮ রান রয়েছে দখলে। এ ছাড়া এক দিনের ক্রিকেটে ৮ ম্যাচে পাঁচ উইকেটের পাশাপাশি ১৮৮ রান রয়েছে তার।
এদিকে, শোয়েব আখতার সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে। তবে সম্প্রতি ওমানে অনুষ্ঠিত লিজেন্ড লিগে বিশ্বসেরা সব সাবেক কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসও বাইশ গজ মাতিয়েছেন।
এশিয়া লায়ন্সের হয়ে জাতীয় দল সতীর্থ মিসবাহ উল হক এবং ইউসুফদের সঙ্গে খেলেছেন তিনি। যেখানে তাদের সতীর্থ ছিলেন বাংলাদেশের দুই সাবেক কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার।