হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে গৈ- চটা তৈরি করে সংসার চালাচ্ছেন অনেক নারী

কিশোরগঞ্জে গৈ- চটা তৈরি করে সংসার চালাচ্ছেন অনেক নারী

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মহামারী করোনা ভাইরাসের আর্বিভাবে যখন থমকে আছে সারা বিশ্ব। কর্ম হারাচ্ছে অগণিত মানুষ। তখন জীবিকার তাগিদে পুরুষের পাশাপাশি ব্যাতিক্রম কর্ম সংস্থানের পথ খুঁজে নিচ্ছে নারীরাও। কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলাতে গরুর গোবর দিয়ে নারীরা তৈরি করছে গৈ- চটা। নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি অর্থ উপার্জনের জন্য তা বিক্রি করছেন পাড়া- প্রতিবেশীর কাছে।
গাছের কাঠকে জ্বালানীর উৎস না করে কিংবা বোতলজাত সিলিন্ডার গ্যাস ব্যায়বহুল হওয়ায় ব্যাতিক্রম জ্বালানী হিসেবে অনেক পরিবারের কাছে গৈ- চটার চাহিদা এখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ক্রয় ক্ষমতার মাঝে থাকায় এই গৈ- চটার উৎপাদন যেমন বাড়ছে ঠিক তেমনি বিক্রিও হচ্ছে প্রচুর। যার ফলে সংসার চালাচ্ছেন অনেক পরিবার। দরিদ্র নারীদের জন্য করোনা কালীন সময়ে এ যেন এক নতুন কর্মসংস্থানের পথ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন