হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):
কালীগঞ্জের বিভিন্ন হাট, বাজারের নিত্য পণ্য পেঁয়াজ, রসুন, মসলা, আলু, তেল তরকারি সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় নাবিশ্বাস বয়ে যাচ্ছে সাধারণ জনগণের মধ্যে। ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে মধ্যবিত্ত সহ গরিব- অসহায় দিনমজুর ভ্যান -রিক্সা চালকদের। বর্তমান আটা, ময়দা , ভোজ্য তেল, আদা, পেঁয়াজ , রসুনের দাম চড়াও। পাগলা ঘোড়ার মত ছুটে চলেছে পেঁয়াজের ঝাঁজ। গরিবের খাবারের দাম না কমায় বাজার বিমুখ হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ।
বাজারে নতুন আলুর সরবরাহ আস্তে আস্তে বাড়লেও পুরাতন আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা প্রতি কেজি। হঠাৎ করে পেঁয়াজের বাজারে ২২০ /২৪০ টাকা দরেই কিনতে হচ্ছে ফলে গরিবের খাবারের তালিকায় এখন ডাল- ভাত আলু ভর্তা যোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে। সাধারণ মানুষ এবং বাজার সংশ্লিষ্টরা বলছেন সরকার যদি তদারকির মাধ্যমে দ্রব্যমূল্যে না কমালে দিনে আনে – দিনে খায় এমন মানুষের কষ্ট আরো বেড়ে যাবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের অনেক মানুষ এখন মাছ-মাংস কিনে খেতে পারছে না। ডিমের দাম কমে প্রতি পিছ ১০ টাকা । আসলেও মরার উপর খরার ঘার মত পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়াতে। বাজারে সবজির দাম এখনো চড়া তাই পণ্য কেনার সময় অনেকেই কম কিনতে বাধ্য হচ্ছে।
কালিগঞ্জের কালিগঞ্জ ফুলতলা বাজার, উত্তর কালিগঞ্জ বাজার, নাজিমগঞ্জ বাজার , বাঁশতলা বাজার, নলতা বাজার, রতনপুর বাজার, ভদ্রখালী বাজার সহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কালিগঞ্জ ফুলতলা বাজার ঘুরে খুচরা বিক্রিতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আলু প্রতি কেজি ৫৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩৫ টাকা, ফুলকপি প্রতি কেজি ৩৫ টাকা , বাঁধাকপি প্রতি কেজি ৩০ টাকা, টমেটো প্রতি কেজি ৭০ টাকা, করলা বা উচ্ছে প্রতি কেজি ১০০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা , পেঁয়াজের কালি প্রতি কেজি ৬০/৭০টাকা, লাল শাক প্রতি কেজি ২০ টাকা, ওলকপি প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি কেজি ৩৫ টাকা, কাঁচা ঝাল প্রতি কেজি১০০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা প্রতি কেজি যা দুই দিন আগে ছিল ৮০/৯০ টাকা, মুসুরির ডাল ১৪০ টাকা,, চিনি ১৫০ টাকা, যা কয়েকদিন আগে ছিল ১৪০ টাকা। এমনিতে মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষের কষ্টের শেষ নেই।
ফুলতলা কাঁচা বাজারে ভ্যান চালক রশিদের সঙ্গে কথা হয় তিনি জানান বাজারে সব ধরনের মালামালের দাম বেশী। মাছ, মাংস বাদ দিয়ে যে আলুর ভর্তা খাবো সেটা পেঁয়াজের দাম বাড়ায় আর খেতে পারবোনা। আমাদের এই কষ্টদূর করার কেউ নাই।