হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে পিরোজপুরে মহা শ্মশানের প্রাচীর নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কালিগঞ্জে পিরোজপুরে মহা শ্মশানের প্রাচীর নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা পিরোজপুর মহা শ্মশানের প্রাচীর নির্মানের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার বিকাল ৩টায় পিরোজপুর মহা শ্মশানের আয়োজনে প্রাচীর নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা পিরোজ মহা শ্মশানের সভাপতি সুদর্শন হালদারের সভাপতিত্বে ও কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সজল মুখার্জীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সাতক্ষীরা জেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাদু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহাগ ঘোষ, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, শ্যামনগর উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব বিশ্বাস, কালিগঞ্জ উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসীত সেন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সজল মুখার্জী, এর আগে পিরোজপুর মহা শ্মশানে প্রাচীর নির্মানের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন এবং সেখানে একটি বকুল গাছের চারা রোপন করেন ।

জেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন সহ পূজা উদযাপন পরিষদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কালিগঞ্জ পিরোজপুরের মহা শ্মশানটির প্রাচীর নির্মান সহ শ্মশানের সার্বিক উন্নয়নে সরকারী আর্থিক সহায়তা সহ এলাকায় সাধারণ মানুষের আর্থিক সহায়তায় একটি সুন্দর আধুনিক মহা শ্মশান স্থাপিত করা হবে। অনুষ্ঠানে ৫টি ইউনিয়নের ১৮টি গ্রামের হিন্দু সম্প্রদয়ের ব্যক্তিবর্গ সহ মুসলিম সম্প্রদয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন