হোম খুলনাসাতক্ষীরা কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 273 ভিউজ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা):

মার্চের প্রথম সপ্তাহ থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণায় সারা দেশের মতো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায়ও লেগেছে নির্বাচনী হওয়া। দলীয় প্রতীক না থাকায় এবার খুশি প্রার্থী ও ভোটাররা। বি,এন,পি -জামায়াত, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের প্রার্থীদের মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে উপজেলা জুড়ে প্রচার প্রচারণা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এই সমস্ত সম্ভাব্য প্রার্থীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে সময় পার করছেন। বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে সাহায্য সহযোগিতায় সরগরম হয়ে উঠেছে।

নির্বাচনী মাঠ ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেড়ে গেছে উপজেলার হাট-বাজার গ্রাম মহল্লায়। খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে এখনো পর্যন্ত আওয়ামী লীগের ৫ জন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। তারা হলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান থানা আওয়ামী যুবলীগের সভাপতি এবং বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান।

এ ছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে থানা যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলুর নাম জোরে সোরে শোনা যাচ্ছে। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন দলিল লেখক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন খান মুফতি সাইদুজ্জামান ও জিকিরুল ইসলাম এর নাম শোনা যাচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ ছাড়াও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পাখির নাম শোনা গেলেও মাঠে ময়দানে দেখা মেলেনী। বিশেষ করে কর্মী সমর্থকরা নিজ নিজ পছন্দের প্রার্থী নেতাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা ও আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সম্ভাব্য প্রার্থীরা লবিং করতে দৌড়ঝাপ শুরু করেছেন জেলা, উপজেলা এমন কি কেন্দ্র। তবে এখনো পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে দলের কেন্দ্রীয় কোন নির্দেশনা নেই বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা। কালিগঞ্জ বাজার গ্রামের বাসিন্দা ফারুক, প্রশান্ত, সোহারাব জানান এবারের ভোটে দলীয় প্রতীক না থাকায় খুশি হয়েছি। দলীয় প্রতীক থাকলে ভোট দিতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে ভোটাররা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকলে অনেক যোগ্য প্রার্থী ভোট যুদ্ধে সিটকে পড়ে এমনটা পমানিত। এবারের সিদ্ধান্ত খুবই ভালো হয়েছে। দলীয় প্রতীক থাকলে দল খন্ড বিখন্ড হয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন