জাতীয় ডেস্ক :
পটুয়াখালী শহররক্ষা বাঁধের অধিকাংশ স্লুইসগেট অকেজো থাকায় পানি ঢ়ুকে তলিয়ে গেছে রাস্তাঘাটসহ আবাসিক এলাকা। প্রতিবছরই উজানের ঢল ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢোকে। সমস্যা সমাধানে পৌরসভাকে একসঙ্গে কাজ করার আহবান পানি উন্নয়ন বোর্ডের।
প্রতিবছর বর্ষা মৌসুমে অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে বারবার পানিতে তলিয়ে যায় পটুয়াখালী শহর। এবারও জোয়ারে স্বাভাবিকের চেয়ে নদনদীর পানির উচ্চতা বেড়েছে ২ থেকে ৩ ফুট বেশি। পূর্ণিমার জোয়ার থেকে রক্ষা পেতে কোটি টাকা ব্যয় করে শহর রক্ষা বাঁধ করলেও অকেজো স্লুইসগেটগুলো।
পটুয়াখালী পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় এখন হাঁটুপানি। স্কুল-কলেজ, ব্যবসা-প্রতিষ্ঠান সবকিছু বন্ধ। পানিবন্দি হয়ে পড়েছে শহরের কয়েক হাজার মানুষ।
শহরবাসীর অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জোয়ারের পানি নামতে পারে না। এতে টানা বৃষ্টি হলেই দ্রুত তলিয়ে যায় শহরের অধিকাংশ রাস্তাঘাট। আর চরম ভোগান্তি পোহাতে হয় শহরবাসীকে।
এদিকে, স্লুইজগেটগুলো মেরামত করাসহ পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি পৌরসভাও এগিয়ে এলে এ সমস্যার সমাধান দ্রুত হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.কাইছার আলম।
তবে বারবারের মতো সমস্যা সমাধানের আশ্বাস দেন পৌর মেয়র মহিউদ্দীন আহাম্মেদ।
পটুয়াখালী শহর রক্ষা বাঁধের মোট ৩৬টি স্লুইজগেটের মধ্যে সচল রয়েছে মাত্র ৪টি।