কলারোয়া প্রতিনিধি:
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন উপজেলা ব্যাপি ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা,ভিটামিন সমৃদ্ধ ফল ও মানসিক শক্তি যোগাতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। রবিবার (২১জুন) বিভিন্ন সময়ে উপজেলার একাধিক করোনায় আক্রান্ত রোগীদের সেল ফোনের মাধ্যমে খোঁজ-খবর নেয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে প্রথম করোনায় আক্রান্ত মাজেদুলের সুস্থতা কামনায় ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ধরনের ফলসহ আ’লীগ নেতা স্বপন তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে মানসিকভাবে সুস্থ রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ দেন। এ দিকে তিনি উপজেলার ১৪ জন করোনা আক্রান্তের মধ্যে চন্দপুরের ৬ জনের রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাদেরকে করোনা মুক্ত ঘোষনা করায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। বাকি বিভিন্ন ইউনিয়নের আক্রান্ত ৮ ব্যক্তির পাশে দাাঁড়াতে তিনি সার্বক্ষনিক স্ব-শরীরে এবং মুঠো ফোনের মাধ্যামে যোগাযোগ অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে পৃথক পৃথক ভাবে করোনায় আক্রান্ত মাহবুবর রহমান,এএসআই আসাবুর,ব্যাংকার সহিদুল ও ব্যাংকার আল-আমিনসহ অন্যরা জানান, উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, স্ব-শরীরে ও মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক আমাদের সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয়ে খোজঁ-খবর নেয়া ও মানসিক শক্তি যোগাতে সার্বিক সহায়তা করার জন্য আমরা আন্তরিকভাবে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।