হোম আন্তর্জাতিক কলকাতায় এইচএমপিভি আক্রান্ত এক শিশু

কলকাতায় এইচএমপিভি আক্রান্ত এক শিশু

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
চীনে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ভারতে। এর মধ্যে এবার পশ্চিমবঙ্গের কলকাতাতেও একজন আক্রান্ত বলে জানা গেছে। ফলে সোমবার পর্যন্ত ভারতে চার শিশু আক্রান্তের খবর পাওয়া গেলো।

কলকাতার আগে ভারতে তিন শিশুর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া যায়। তিন শিশুর মধ্যে ২ জন কর্নাটকের। আর একজন গুজরাটের। এদিন সকালেই ওই তিনশিশুর এইচএমপি ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পজিটিভ আসে। ওই তিন শিশুর কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কীভাবে তারা আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পরিস্থিতিতে কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেরো। সাড়ে ৫ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের হদিস পাওয়া গেছে। জানা গেছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে ওই শিশুর পরিবার মুম্বাইয়ে থাকে। ওই শিশুর পরিবার নভেম্বরে মুম্বাই থেকে কলকাতায় আসে। ওই সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। তবে তার এইচএমপি ভাইরাসের রিপোর্ট পজিটিভ।

কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এই নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই বলে জানালেন চিকিৎসক সুমন পোদ্দার। তিনি বলেন, এইচএমপি ভাইরাস নতুন নয়। এখনই উদ্বেগের মতো কিছু হয়নি। একদম শিশুদের ক্ষেত্রে নিমোনিয়া হওয়ার আশঙ্কা থেকে যায়। সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে।

তবে এই প্রথম নয়, মাস দুই আগে শহরে ৫ মাসের এক শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়। মুম্বাই থেকে সে এসেছিল কলকাতায়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন সে সম্পূর্ণ সুস্থ। সেই অভিজ্ঞতা থেকে চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যানেল টেস্টের পর সময়মতো ধরা পড়লে সঠিক চিকিৎসা হলে একেবারেই চিন্তার কিছু নেই।

পশ্চিমবঙ্গের ৫ সরকারি হাসপাতাল ছাড়াও কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অবিলম্বে ‘ফিভার ক্লিনিক’ খোলার কথা বলা হয়েছে। এইচএমপিভির মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসার করাতে হবে। প্রয়োজনে আইসোলেশনে রেখে চিকিৎসা করতে হবে। কর্ণাটক, গুজরাটের পর পশ্চিমবঙ্গেও সংক্রমণের খবর মেলায় সতর্কতায় বাড়তি নজর দিয়েছে আইসিএমআর। বলা হচ্ছে, দু-তিনদিন ধরে জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টের মতো সমস্যা থাকলে চিকিৎসক দেখাতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন