জাতীয় ডেস্ক :
দেশের আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে স্থলবন্দরগুলো সমৃদ্ধ করতে চায় সরকার। ১২৩ কোটি ৯১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে রামগর স্থলবন্দরের উন্নয়ন ও বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের প্রস্তাব ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এ প্রকল্পের পুরোটায় ঋণ দেবে বিশ্বব্যাংক।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জয়েন্ট ভেনচারে এই কাজ করবে কোরিয়ার উজু আর সুনজিন। ব্যয় হবে ৪১ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা।
কোস্টাল এম ব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রকল্পের ক্রয়প্রস্তাব অনুমোদিত হয়েছে মন্ত্রিসভা কমিটিতে। পরামর্শক ৫টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছিল ১৪০ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকায়। মেয়াদ বাড়ায় ভ্যারিয়েশন বাবদ আরও ৩৮ কোটি ৫৭ লাখ ৮ হাজার টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২ শিক্ষাবর্ষের বাংলা ও ইংরেজি ভার্সনের ৯৮ টি লটের মধ্যে ৪৬ টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দরপ্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৭৩ কোটি ৮২ লাখ ৮১ হাজার টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ ৩’এর আওতায় সাড়ে ১২ শতাংশ প্রোটিন মাত্রার ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করবে সরকার। ব্যয় হবে ১৭৯ কোটি ৫০ লাখ ৭৮ হাজার টাকা। সিঙ্গাপুর থেকে আমদানি করা হবে এ গম।
বিদ্যুৎ বিভাগের আওতায় শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এই প্রকল্পে ব্যয় হবে ৮৪ কোটি ৪২ লাখ ৬৭ হাজার টাকা। কেনা হবে ১৩ হাজার ৪০ টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। বিদ্যুৎ বিভাগের আরেকটি ক্রয় প্রস্তাবনা ৭১ কোটি ২৩ লাখ ২ হাজার টাকার। কেনা হবে ৫১ হাজার ৩৫৯ টি এসপিসি পোল।
রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করবে সরকার। ব্যয় হবে ১১৫ কোটি ১৬ লাখ ৫২ হাজার টাকা। কাতারের মুন্তাজাত থেকে ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করবে সরকার। ব্যয় হবে ১১ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকা। সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুয়াল ইউরিয়া সার আমদানি করবে সরকার। খরচ পড়বে ১০৮ কোট ৯০ লাখ ৬০ হাজার টাকা।