হোম আন্তর্জাতিক ওয়াগনারের বিদ্রোহে পুতিন ‘কিছুটা দুর্বল’ হয়ে পড়েছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কিছুটা দুর্বল’ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের উচৎ সংঘাত নিরসনে এখনই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করা। খবর রয়টার্সের।

ন্যাটোয় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয় গত বছরের ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর গত ১৬ মাস ধরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। তুরস্ক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় একাধিক শান্তি আলোচনা হলেও সংঘাত থামেনি।

এই সংঘাতে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। তবে শুরু থেকেই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

এরই মধ্যে বিভিন্ন সময়ে তিনি বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। তিনি আরও বলেছেন, চাইলে ২৪ ঘণ্টার মধ্যে এই সংঘাত থামাতে পারেন তিনি।

গত সপ্তাহে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রুশ সামরিক নেতাদের উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন। কিন্তু মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে নাটকীয়ভাবে বিদ্রোহের অবসান ঘটে। বৃহস্পতিবার (২৯ জুন) ওই বিদ্রোহের বিষয়ে ট্রাম্প বলেন, বিদ্রোহ ব্যর্থ হলেও এতে পুতিন কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

ট্রাম্পের কথায়, ‘আপনারা বলতেই পারেন যে, পুতিন এখনও শক্তিশালী অবস্থানে আছেন। তবে আমার মতে, এই বিদ্রোহে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। অন্তত মানুষের মনে তার একটি দুর্বল ছবি তৈরি হয়েছে।’

ইউক্রেন-রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের এখনই পদক্ষেপ নেয়া উচিৎ বলেও মত প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি চাই, এমন উপহাসমূলক যুদ্ধে মানুষের মৃত্যু বন্ধ হোক।’

যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার দখল করা কিছু অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোর সদস্য দেশগুলো চায়, ইউক্রেনের সমস্ত ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করতে। এই লক্ষ্যে সম্প্রতি পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ যা এখন অব্যাহত রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন