হোম আন্তর্জাতিক ‘ওষুধ সংকট’: নবজাতকসহ ভারতের হাসপাতালে একদিনে ২৪ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে সরকারি একটি হাসপাতালে ২৪ ঘণ্টার মধ্যে ১২ নবজাতকসহ মোট ২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনার জন্য ওষুধ এবং হাসপাতালের কর্মী ঘাটতিকে দায়ী করেছেন ওই হাসপাতালের ডিন।

মহারাষ্ট্রের নান্দেদে-তে অবস্থিত শঙ্কররাও সরকারি হাসপাতালের ডিন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (রোববার পর্যন্ত) ২৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক। ‘বিভিন্ন অসুস্থতা’র কারণে, বিশেষ করে সাপের কামড়ে অনেকের মৃত্যু হয়েছে।’ খবর এনডিটিভি’র।

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ছয় পুরুষ ও ছয় মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ১২ জন প্রাপ্তবয়স্কও বিভিন্ন রোগের কারণে মারা গেছে, বেশিরভাগই সাপের কামড়ে। অনেক কর্মীর বদলি হওয়ার কারণে আমরা কিছুটা অসুবিধার মুখে রয়েছি।’

‘আমরা একটি তৃতীয় স্তরের চিকিৎসাসেবা কেন্দ্র এবং এর ৭০ থেকে ৮০ কিলোমিটারের মধ্যে আর কোনো চিকিৎসাসেবা কেন্দ্র নেই। তাই দূর-দূরান্ত থেকে রোগীরা আমাদের কাছে আসেন। কোনো কোনো দিন রোগীর সংখ্যা বাড়তে থাকে এবং বাজেটে (ওষুধের) সমস্যা তৈরি হয়,’ যোগ করেন তিনি।

শঙ্কররাও হাসপাতালের ডিন বলেন, ‘এখানে হাফকাইন ইনস্টিটিউট আছে। তাদের কাছ থেকে ওষুধ কেনার কথা থাকলেও তা হয়নি। তবে আমরা স্থানীয়ভাবে ওষুধ কিনে রোগীদের সরবরাহ করেছি।’

এদিকে এ ঘটনার পর মহারাষ্ট্র সরকারের ব্যাপক সমালোচনা করছে বিরোধীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন