হোম আন্তর্জাতিক ইউক্রেনের আড়াই হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক :

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ২৫০০-৩০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে এবং প্রায় ১০ হাজার সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার (১৫ এপ্রিল) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বেসামরিক নাগরিকদের হতাহতের কোনো হিসাব নেই। খবর বিবিসি, আল-জাজিরা।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ১৯ হাজার থেকে ২০ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে। যদিও মস্কো দাবি করেছে, গত মার্চে ইউক্রেনে ১ হাজার ৩৫১ রুশ সৈন্য নিহত এবং ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছে। যদিও কোনো পক্ষের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গতকাল রাতে দেওয়া এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বদিকের পরিস্থিতি ‘এখনো অনেক জটিল’। নিজ দেশের সশস্ত্র বাহিনীর কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর সাফল্য সত্যিই তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিকভাবেই এর তাৎপর্য আছে। তবে দখলদারদের আমাদের ভূখণ্ড থেকে সরানোর জন্য তা যথেষ্ট নয়।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে অব্যাহত রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সবশেষ হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩৪ জন। এ ছাড়া রাজধানী কিয়েভ থেকে আরও ৯০০ মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই জীবন বাঁচাতে দেশ ছাড়তে শুরু করেন ইউক্রেনের বেসামরিক নাগরিকরা। এএফপি এক প্রতিবেদনে জানায়, এরই মধ্যে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫০ লাখের বেশি মানুষ।

এক প্রতিবেদনে জানানো হয়, শরণার্থীদের প্রায় ২৭ লাখের বেশি ইউক্রেনীয় যুদ্ধের শুরুতে দেশ ছেড়ে পোল্যান্ড পালিয়েছেন। রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন আরও প্রায় ৭ লাখ ২৫ হাজার ইউক্রেনীয়।

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ১৯৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৫১ জন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের জন্য ভারী অস্ত্র পাঠাতে এবং রাশিয়ার তেলের ওপর আন্তর্জাতিক অবরোধ আরোপ করতে মিত্রদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন