আন্তর্জাতিক ডেস্ক :
ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনে আপাতত সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই তাদের।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) তিনি বলেন, ইউক্রেনে এখন ন্যাটোর সৈন্যরা নেই। আমাদের এমন কোনো পরিকল্পনাও নেই। খবর রয়টার্সের।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যেই এটা পরিষ্কার করে বলেছি যে আমরা পূর্ব সীমান্তে ন্যাটোর সৈন্য মজুত করেছি এবং সেই সংখ্যাটা আরও বাড়াচ্ছি।
ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি সভার পর সাংবাদিকদের তিনি এমনটা জানান।
এর আগে ন্যাটো প্রধান বলেন, ইউক্রেনের ওপর বেপরোয়া এবং উসকানিবিহীন হামলা করেছে রাশিয়া। এতে অসংখ্যা বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। বারবার সতর্কতা এবং কূটনীতিতে জড়িত থাকার অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া একটি সার্বভৌম এবং স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসনের পথ বেছে নিয়েছে।
রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টার কিছুক্ষণ আগে রুশ প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপরই ইউক্রেনের দক্ষিণে সামরিক অভিযানে ঝাঁপিয়ে পড়ে প্রস্তুত থাকা রুশ সেনারা। রাশিয়ার চালানো অভিযানে প্রথম ঘণ্টায় ৪০ ইউক্রেনিয়ান সৈন্য এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার ৫০ জন সেনাকে হত্যা করেছেন।
এদিকে ইউক্রেনে সামরিক অভিযান থেকে রাশিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো বিকল্প নেই।