বাণিজ্য ডেস্ক:
দেশে বৈদ্যুতিক গাড়ি আমদানি ও তৈরিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটেই সরকার শুল্ক সুবিধা দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (২ মার্চ) বাংলাদেশের বাজারে চীনা কোম্পানি বিওয়াইডির গাড়ি বিক্রি উদ্বোধন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে রানার গ্রুপের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, সরকার আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যানের ব্যবহার নিশ্চিত করতে চায়। এ ছাড়া ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনের লক্ষ্য রয়েছে। উভয় লক্ষ্য অর্জনে দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ।
এতে করে মানুষের বৈদ্যুতিক গাড়ি কেনার সংখ্যা বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন, দেশে বৈদ্যুতিক গাড়ি আমদানি ও তৈরিতে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটেই শুল্ক সুবিধা দিতে চায় সরকার।
সিজি-রানার বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, প্রাথমিক অবস্থায় বিওয়াইডি সিল (সেডান) মডেলের দুটি সংস্করণের গাড়ি বিক্রি করা হবে। এর মধ্যে একটি সংস্করণ হচ্ছে ৫৭০ কিলোমিটার (রিয়ার ড্রাইভ) বর্ধিত মাইলেজ সুবিধাসহ প্রিমিয়াম ভেরিয়েন্ট; অপরটি ৫২০ কিলোমিটার এডব্লিউডি (অল-হুইল ড্রাইভ) মাইলেজের পারফরম্যান্স ভেরিয়েন্ট।
বিওয়াইডি সিল গাড়িতে ব্যবহার করা হয়েছে বিওয়াইডির নিজস্ব উদ্ভাবিত নিরবচ্ছিন্ন অত্যাধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.০, উদ্ভাবনী সিটিবি (সেল-টু-বডি) প্রযুক্তি, ব্লেড ব্যাটারি ও আইটিএসি (ইন্টেলিজেন্ট টর্চার অ্যাডাপশন কন্ট্রোল)। এ ছাড়া রয়েছে স্ল্যান্টেড রুফলাইন, প্যানারোমিক গ্লাস রুফ, শর্ট রিয়ার ডেক, ওয়াটারড্রপ মিরর, ওয়েভ ওয়েস্টলাইন এবং এলইডি লাইট।