আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির কৃতি সন্তান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের ভাইপো আবু বকর সিদ্দীক রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হয়েছেন। তাকে শ্রীউলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু বকর সিদ্দীক মহোদয় ইতিপূর্বে পুলিশ সুপার হিসাবে দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেন। তিনি সৎ ও দক্ষ পুলিশ সুপার ছিলেন তিনি। তিনি একজন সাদা মনের মানুষ। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত আবু বকর সিদ্দীককে শ্রীউলা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।