এম.এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির বড়দল ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধার সন্তান চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান বুলুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়নের জামালনগর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান বুলু বলেন আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। ছাত্র জীবনে উপজেলা ছাত্রলীগের নেতা পরবর্তীতে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
আমি আশাশুনি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদারের পুত্র। আমার বড় ভাই আব্দুর রহমান আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। ভ্রাতুষ্পুত্র রাজু আহম্মেদ পিয়াল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক।
আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে বড়দল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিনত করে মাদক মুক্ত, দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত ইউনিয়ন গড়ে সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। শেখ হাসিনার প্রতিশ্রুতি গ্রামকে শহরে রূপান্তরিত করব।
শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ সুপেয় পানির ব্যবস্থা করব। তিতুখালীর খাল অবমুক্ত করব। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে বড়দল ইউনিয়নকে আধুনিকায়ন করব।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি সরদার, আ’লীগ নেতা আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীবৃন্দ। ক্যাপশান-আশাশুনির বড়দলে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী আনিছুজ্জামান বুলু।