আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধরিীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের এনে প্রতিকার প্রার্থনা করা হয়েছে। সহকারী শিক্ষা অফিসার অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শন করেছেন। বুধহাটা ইউনিয়নের ২৩নং শ্বেতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী বিদ্যালয়ে যোগদানের পর থেকে স্কুল পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষকদের সাথে নানা অসৌজন্যতা, অভদ্রতা সৃষ্টির পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে স্কুলের সার্বিক পরিবেশকে বিষিয়ে তুলেছেন। স্কুলের পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম ভেস্তে যেতে বসেছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব তার বিরুদ্ধে ১১ দফা অভিযোগ এনে প্রতিকার প্রার্থনা করে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের মধ্যে শিক্ষার্থী ভর্তির সময় ৫০ টাকা করে আদায়, কমিটির সদস্যরা বাদ সাধলেও নানা অজুহাতে অমান্য করে টাকা আদায় করা, সরকারি অর্থ আয় ও ব্যয়ে গোপনীয়তার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা, কমিটির সাথে কোন আলোচনা ছাড়াই নিজের খেয়াল খুশিমত সরকারি অর্থ উত্তোলন ও ব্যয় করা, কথায় কথা মিথ্যা বলা, অভিযোগ করা ও অফিস-অফিসারের দোহাই দেয়া, স্বেচ্ছাচারিতা, কমিটির মতামত ও আলোচনা ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করা, কমিটি ও অভিভাবকদের অবমূল্যায়ন ও দুর্ব্যবহার করা, রং করা বাবদ সরকারি অর্থের ১০% কমিশন গোপনে গ্রহণ করা, সহকারী শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করা, নিজে স্বাক্ষর না করে পিয়নকে দিয়ে নোটিশে স্বাক্ষর করিয়ে নোটিশ জারী করাসহ নানা অভিযোগের কারণে অভিভাবক ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ পেয়ে সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম সোমবার স্কুলে গমন করে অভিযোগকারী পক্ষ ও প্রধান শিক্ষককে নিয়ে বসেন। এসময় ইউপি সদস্য লিয়াকত আলি, সদস্য আক্তারুল, শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ অভিযোগের পক্ষে প্রমান উপস্থাপন করেন। তারা অনিয়ম প্রমানের সাথে সাথে স্কুলের রেজাল্ট তুলে ধরে তাকে অবিলম্বে অন্যত্র বদলী ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন। এক পর্যায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ভুলগুলো ক্ষমা করে আগামীতে একসাথে ভালভাবে কাজ করার সুযোগ দানের অনুরোধ জানান। কিন্তু কেউ তাকে ক্ষমা করতে সম্মত না হয়ে বদলীর দাবী করেন। সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম বলেন, ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত হিসাবে অভিযোগ নিয়ে দুপক্ষের সাথে বসেছিলাম। প্রধান শিক্ষক ভুল স্বীকার করেছেন। মীমাংসা সম্ভব না হওয়ায় অফিসিয়াল ভাবে তদন্ত ও পদক্ষেপ গ্রহন করা হবে।