হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আশাশুনিতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ৯ম শ্রেণির ছাত্রী। শুক্রবার বিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে মোবাইল কোর্টে বিয়ে বন্ধ ও জরিমানা করা হয়। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সার্বিক তত্বাবধানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। দরগাহপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে (শ্রীধরপুর গ্রাম) আবুল কালামের ৯ম শ্রেণিতে পড়–য়া কন্যা বিয়ের আয়োজন করে অভিভাবকরা। শতাধিক মানুষ জমায়েত হয় বিয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্দ করে দেন এবং বয়স না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দেবনা মর্মে অভিভাবকদের থেকে মোচলেকা গ্রহন করেন। একই সাথে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আশাশুনি থানার এএসআই আলমগীর কবির, ইউপি সদস্য মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন