হোম অন্যান্যসারাদেশ আজ কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওসি মীর খায়রুল কবির, সাংবাদিকসহ ১০৬ ব্যক্তির টিকা গ্রহন

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদানের চতুর্থ দিনে থানার ওসি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ১০৬ ব্যক্তি টিকা গ্রহন করেছেন। বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, থানার এসআই ই¯্রাফিল হোসেন, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনসহ বিভিন্ন বয়সের নিবন্ধনকৃত ১০৬ ব্যক্তি।

করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহন শেষে ওসি মীর খায়রুল কবির জানান, টিকা গ্রহন করে কোন সমস্যা মনে করছি না,এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করছি না। তিনি বয়স ভেদে পুলিশ সদস্যসহ সকলকে টিকা নেওয়ার জন্য আহবান জানান। সাংবাদিক আরিফ মাহমুদ বলেন, ভয়, গুজব, সংশয় নয়, নিজের সুরক্ষায় সকলের এই টিকা গ্রহন করা উচিৎ।

ক্রীড়া ব্যক্তিত্ব মাস্টার শাহীন বলেন, করোনা প্রতিষেধক এই টিক গ্রহন করা ভয়ের কিছু নাই। টিকা গ্রহন কওে তিনি সুস্থতার কথা জানিয়ে সকলকে টিকা নেয়ার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ফ্রন্ট লাইনার ছাড়াও ৪০ (চল্লিশ) বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তিকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানান।

উল্লেখ্য, কোভিড- ১৯ (করোনা ভাইরাস) টিকা কার্যক্রমের চতুর্থ দিনে ১০৬ জন ভ্যাকসিন গ্রহন করায় এ পর্যন্ত ২০৮ জন নিবন্ধনকৃত ব্যক্তি টিকা গ্রহন করেছেন বলে জানা যায়। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ করোনা টিকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে ডাক্তার জিয়াউর রহমান জানান।

এ ছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ৩টি টিকাদান কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২ জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন বলে জানান। এ দিকে ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কলারোয়াবাসিকে কোভিড- ১৯ প্রতিরোধক টিকা গ্রহন করার জন্য মাইকিং করে প্রচার-প্রচারণা অব্যাহত রাখা হয়েছে বলে জানা যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন