জাতীয় ডেস্ক :
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আওয়ামী লীগের দিন শেষ হয়ে গেছে। অত্যাচার ও নিপীড়ণ করে বেশি দিন শান্তিতে থাকা যায় না।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফার বিষয়ে জয়পুরহাটে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ খালেদ হাসান চৌধুরী পাইন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলীম ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এছাড়াও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাখাওয়াত হোসেন সায়ন্থ।