খেলাধূলা ডেস্ক :
ইয়ান চ্যাপেলকে কে না চেনে? ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৯ হাজারেরও বেশি রান এই অস্ট্রেলিয়ান কিংবদন্তির। ষাটের দশকের এ ক্রিকেটার পরোক্ষভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আইপিএলের মতো লিগগুলো ক্রিকেটের জন্য একটা সমস্যা। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর।
চ্যাপেল মনে করেন, অভিজাত ক্রিকেট রেখে ক্রিকেটাররা এখন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। এর কারণ সেখানে অর্থের ঝনঝনানি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আইপিএল দলের মালিকরা বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগের দল কিনছে। সেটা ক্রিকেটের পক্ষে একটা সমস্যা। যদি কোনো ক্রিকেটারের কাছে আইপিএলের ভালো চুক্তি থাকে এবং অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত ও ঘরোয়া লিগের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়, তা হলে সে কি আইপিএলের চুক্তিকে সংকটে ফেলবে?’
তিনি যোগ করেন, ‘আমি যত দিন বেঁচে আছি, তত দিন হয়তো টেস্ট ক্রিকেটও বেঁচে থাকবে। কিন্তু কারা খেলবে সেখানে? এটাই বড় প্রশ্ন। যদি সেরা ক্রিকেটাররা না খেলে তা হলে কেউ কি টেস্ট দেখবে? উত্তর- হয়তো না। টেস্ট ফরম্যাট খুবই ভালো, তবে ভালোভাবে খেলতেও হবে। ভবিষ্যতে হয়তো বুড়োরাই টেস্ট ক্রিকেট খেলবে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মতো দেশের কাছে বিষয়টা কঠিন হতে চলেছে। কারণ ওদের অনেক ভালো ক্রিকেটার রয়েছে। পাশাপাশি, যে দেশগুলো ক্রিকেটারদের বেশি অর্থ দিতে পারে না তাদেরও সমস্যা হবে।’
চ্যাপেলের জানান, ‘আপনি বাস্তববাদী হলে আগে এটা ভেবে দেখুন, টেস্ট ক্রিকেট প্রধানত ৮টি দেশ খেলে। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সমস্যা হলো, তারা ক্রিকেটারদের বেতন দিতে পারে না। শ্রীলঙ্কার পরিকাঠামো রয়েছে, কিন্তু রাজনৈতিক সমস্যা মারাত্মক। দক্ষিণ আফ্রিকাতেও তাই। আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে কারা টেস্ট ক্রিকেটের মর্যাদা দিয়েছিল সেটাই জানি না। মনে হয় ওদের ভোট পাওয়ার জন্যেই এ কাজ করা হয়েছিল। প্রশাসকদের প্রতি আমার কোনো সমবেদনা নেই।’