হোম জাতীয় অবশেষে সূচকের উত্থান!

জাতীয় ডেস্ক :

টানা দরপতন কাটিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এসে উত্থানের মুখ দেখেছে শেয়ারবাজার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৩ পয়েন্ট। অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৫৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয় দেশের শেয়ারবাজারে। এক সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে যায় ১৬৫ পয়েন্ট। আর বাজার মূলধন হ্রাস পায় ১২ হাজার ৩৩২ কোটি টাকা। তবে সোমবার (২৭ ডিসেম্বর) কিছুটা উত্থানের পর মঙ্গলবার লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। সকালে লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়ে যায় ৩২ পয়েন্ট। সূচকের এই উত্থান প্রবণতা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। লেনদেনের শেষ ঘণ্টায় সূচকের আরও উত্থান হয়।

সূচক উত্থানের বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে মার্জিন ঋণ সুবিধার ক্ষেত্র বৃদ্ধি করার পরপরই এই উত্থান ঘটেছে। (বিস্তারিত- দরপতন ঠেকাতে ঋণসুবিধায় পরিবর্তন আনল বিএসইসি)

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাজারে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৯ কোটি ৫২ লাখ ৮৩ হাজার ৮১১টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ৭৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোমবারের সঙ্গে তুলনা করলে দেখা যায়, মঙ্গলবার সারাদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৭২ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে সোমবার লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৫০ লাখ টাকা।

মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর ছিল বিএসসি, এশিয়া ইনস্যুরেন্স, সোনালী পেপার, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল এবং জিএইচপি ফাইন্যান্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৫৬ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৭৭পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৯টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫১টির, অপরিবর্তিত ছিল ২১টির। এ বাজারে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৪৪৫টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৭১ লাখ ৪০ হাজার ২৮ টাকা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন