রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
সকল বাংলাভাষা প্রেমিদের অংশগ্রহণে গতকাল থেকে শুরু হয়েছে ৫ম বারের মত ২দিন ব্যাপী ‘চিহ্নমেলা মুক্তবাংলা’ লেখক-পাঠক-সম্পাদক বৈশ্বিক সম্মেলন ২০২২। ‘চিহ্ন’ লিটলম্যাগ আয়োজিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন চত্ত্বরে ১৭ ও ১৮ অক্টোবর ২দিন ব্যাপী এ মেলায় বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার মিলন মেলায় প্রায় ১৭০ টি লিটলম্যাগ স্টল অংশ গ্রহণ করছে। এই মেলায় মনিরামপুর প্রেসক্লাবের ৩ জন সাংবাদিক ও কবি-সাহিত্যিক আমন্ত্রিত হয়ে অংশ গ্রহণ করছেন।
প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, সাবেক দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মোঃ শফিয়ার রহমান যিনি শফিক শিমু নামে সাহিত্য জগতে সমধিক পরিচিত। কবি হোসাইন নজরুল হক কলেজ শিক্ষকতা ও সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চা করে আসছেন। তিনি শিল্প সাহিত্যের ছোট কাগজ ‘যাত্রী’ ১৯৯৩ সাল থেকে সম্পাদনা করেন। তার প্রকাশিত ৫টি কাব্যগ্রন্থ’- ‘অন্যরকমকষ্ট’, ‘গ্রামবালিকা মেঘবালিকা’, ‘পুতুলের বৌভাত’, ‘ভাবপ্রেমপদাবলী’ ও ‘মা জননী অপেক্ষায়’। কবি অশোক কুমার বিশ্বাস সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে নিয়মিত সাহিত্য চর্চা করে আসছেন। তিনি ‘সাহিত্য সাঁকো’ লিটলম্যাগের সম্পাদক। ২০১৭ সাল থেকে সাহিত্যের ছোট কাগজ ‘সাহিত্য সাঁকো’ সম্পাদনা করেন। এছাড়া যাত্রী প্রকাশন থেকে প্রকাশিত তার ২টি কাব্যগ্রন্থ’ ‘অতৃপ্ত কামনা’এবং‘নৈর্গিক ও মানুষ’।
কবি শফিক শিমু সাংবাদিকতার পাশাপাশি আইটি ব্যবসাসহ সাহিত্য চর্চা করে আসছেন। এছাড়া তিনি ২০০২ সাল থেকে সৃজনশীল সাহিত্য পত্রিকা ‘রূপসী বাংলা’ সম্পাদনা করছেন। যাত্রী প্রকাশন থেকে তার প্রকাশিত ৫টি গ্রন্থের মধ্যে ২টি কাব্যগ্রন্থ’ ‘রোদ্দুরে ভেজা দুপুর’, ‘কুয়াশায় ভেজা সকাল’ রম্যরচনা ‘গুলটে দা’, ও ২টি গল্পগ্রন্থ’ ‘পান্তা ইলিশের গল্প’, ‘রাতহলো ভোর’। চিহ্ন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সম্পাদক শহীদ ইকবাল মেলা বিষয়ে নিশ্চিত করে বলেন, এ মেলায় লিটলম্যাগের স্টল প্রদর্শন এবং লিটলম্যাগ, সাহিত্য ও লেখালেখি নিয়ে মুক্তআড্ডা-আলোচনা, আগত লিটলম্যাগ সম্পাদক ও সাহিত্যিকদের অবস্থান এবং আতিথিয়েতার ব্যবস্থা করা হয়েছে।