বাণিজ্য ডেস্ক :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দেয়া ঋণের সুদ-আসল ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা রুবলে চায় রাশিয়া। বর্তমানে সে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পর্যালোচনা করছে। এদিকে ডলারের পরিবর্তে রুবলে পরিশোধ করতে গেলে ব্যয় ও ঝুঁকি বাড়বে কি-না, তা খতিয়ে দেখে পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের।
পাবনার রূপপুরে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। যা ২০২৪ সালে উৎপাদনে যাওয়ার কথা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, এ প্রকল্পের ব্যয় ১ হাজার ৩০০ কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৩৮ কোটি টাকা ঋণ হিসাবে দিয়েছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া।
শর্তানুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত শুধু সুদ আর এরপর থেকে বছর বছর কিস্তিতে পরিশোধ করতে হবে সুদ-আসল। সেই সুদ-আসল ডলারের পরিবর্তে রুবলে শোধ করতে গত ১০ আগস্ট বাংলাদেশকে চিঠি দিয়েছে রাশিয়া। তাদের প্রস্তাব ঋণ পরিশোধের ক্ষেত্রে মার্কিন ডলার ও রুবলের বিনিময় হার রুশ ফেডারেশনের কেন্দ্রীয় ব্যাংকের বিনিময় হার অনুযায়ী হবে। প্রকৃত পরিশোধের তারিখের ১০ দিন আগের দরটি বিনিময় হার হিসেবে ধরা হবে।
তবে অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ধারাবাহিক অবনতির কারণে রাশিয়া এমন প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে রুবলে ঋণ পরিশোধ করতে গেলে ব্যয় ও ঝুঁকি বাড়বে কি-না, তা খতিয়ে দেখে পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের।