বাণিজ্য ডেস্ক :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া বিএম কনটেইনার ডিপোর আরও চারটি কনটেইনারে রাসায়নিক পদার্থ চিহ্নিত করে আলাদা করে রাখা হয়েছে। ডিপোটিতে শুধু পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থাই নয়, ছিল না কোনো ছাড়পত্রও।
দুই রাত পেরিয়ে গেলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বিস্ফোরণ আর আগুনে পুরোপুরি বিধ্বস্ত বিএম ডিপো। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পুরো এলাকা। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধবংসাবশেষ। এদিকে আগুন জ্বলতে থাকলেও ফায়ার সার্ভিসের দাবি, আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা মনির হোসেন জানান, এ ডিপোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্র নেয়া হয়নি।
এদিকে সকাল ১১টায় হঠাৎ করেই বিএম ডিপোর ভেতরে থাকা গণমাধ্যমকর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। নতুন করে চারটি কনটেইনারে রাসায়নিক পদার্থ চিহ্নিত করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ।
তিনি বলেন, আমরা ৪টি বিপজ্জনক পণ্য বা কনটেইনার শনাক্ত করতে পেরেছি। বেশ ধোঁয়া দেখা গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে, সেগুলো ইতোমধ্যে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা চাই না আমাদের কোনো ভুলের কারণে আর কোনো প্রাণহানি হোক।
এখন পর্যন্ত আগুন ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস, পুলিশসহ সাড়ে চারশ’ মানুষ আহত হয়েছেন। মারা গেছেন মোট ৪৯ জন।