বাণিজ্য ডেস্ক :
ইন্দোনেশিয়ায় ভোজ্যতেলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশটি পাম অয়েলের ওপর থেকে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো জানিয়েছেন, সোমবার (২৩ মে) থেকে পাম অয়েলের ওপর রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।
মূলত ইন্দোনেশিয়ার অভ্যন্তরে পাম তেলের দামের উন্নতি হওয়ায় এবং স্থানীয় পাম শিল্পের প্রায় পৌনে ২ কোটি কর্মীর কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান উইডোডো।
তিনি বলেন, ‘আমাদের যতটুকু চাহিদা ছিল, তার তুলনায় সরবরাহ অনেক বেড়ে গেছে। এছাড়াও রফতানি নিষেধাজ্ঞার আগে ভোজ্যতেলের প্রতি লিটারের দাম ছিল গড়ে ১৯ হাজার ৮০০ রুপিয়াহ। নিষেধাজ্ঞার পর প্রতি লিটার তেলের গড়মূল্য ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে আসে।’
উল্লেখ্য, নিজেদের বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গত মাসের ২৮ তারিখ ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানি নিষিদ্ধ করে। এতে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যায়। বাংলাদেশেও এই সূত্র ধরে তেলের দাম বেড়ে যায়।
এ ছাড়াও তেল রফতানি বন্ধ করায় ইন্দোনেশিয়ার কৃষকদের ক্ষোভের মুখে পড়ে সরকার। সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ মিছিলও বের করেন কৃষকরা। এই সিদ্ধান্তের জেরে তলানিতে নেমে যায় জোকো উইডোডোর জনপ্রিয়তা। এরপরই পাম তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলেন তিনি।
সূত্র: ব্লুমবার্গ