হোম অর্থ ও বাণিজ্য এক মণ আমের দাম ৩৫০-৪০০ টাকা

বাণিজ্য ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঝড়ের পর ঝরে পড়া আম বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা মণ দরে।

উপজেলার বিভিন্ন বাজারে এসব কুড়িয়ে পাওয়া আম বিক্রি করতে দেখা গেছে। ছোট ও মাঝারি ধরনের এসব অপরিপক্ব আম কিনছেন স্থানীয়রা। পাশাপাশি কিছু মৌসুমী ব্যবসায়ী এসব আম কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন।

ক্রেতারা বলছেন, অপরিপক্ক এসব ঝরে পড়া আম তুলনামূলকভাবে দাম কম এবং এই আম দিয়ে আচার, আমচুর ও আমসত্ত্ব হয়। দাম কম হওয়ায় এসব আম তাদের জন্য লাভজনক।

অন্যান্য দিনের পাশাপাশি বিশেষ করে ঝড়ের পরদিন কম দামে এসব আম পাওয়া যায়। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের ব্যাপারিরা এসব আম কিনে নিয়ে যায়।

আম ব্যবসার সঙ্গে জড়িতরা জানান, সঠিক ব্যবস্থাপনা এবং পৃষ্ঠপোষকতা পেলে এসব ঝরে পড়া আমে কোটি টাকার ব্যবসার সুযোগ রয়েছে। আমের রাজধানীতে এই সুযোগ দেওয়া উচিত।

এদিকে মঙ্গলবার (১৭ মে) কালবৈশাখী ঝড় বয়ে গেছে জেলার গোমস্তাপুর উপজেলার বোয়লিয়ার কিছু অংশ দিয়ে। এতে ঝরে পড়েছে প্রচুর পরিমাণে আম। সেই আম বাজারজাতকরণে দেখা গেছে মৌসুমী ব্যবসায়ীদের ব্যস্ততা। এসব এলাকায় শত শত মণ আম কিনে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন তারা।

বাগান মালিকরা বলছেন, গাছের আম মালিকের। কিন্তু কুড়ানো আম যে কুড়াবেন তারা। ফলে বাড়ির ছেলেমেয়েরাও আমের মৌসুমে এই আম কুড়িয়ে বিক্রি করে সংসারে অর্থনীতির যোগান দেয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন